বিদেশি শ্রমিকদের আরো দীর্ঘ সময় রাখতে চায় জাপান। বৃহস্পতিবার দেশটির বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।
২০১৯ সাল থেকে জাপানে কার্যকর হওয়া এক আইনে ‘বিশেষায়িত দক্ষ কর্মী’ ক্যাটাগরিতে কৃষি, নার্সিং ও স্যানিটেশনসহ ১৪ খাতে বিদেশিদের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু হয়। এই শ্রমিকদের দেশটিতে সর্বোচ্চ পাঁচ বছর থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে নির্মাণ ও জাহাজনির্মাণ খাত ছাড়া অন্য খাতে কর্মরতরা তাদের পরিবারের সদস্যদের জাপানে নিতে পারতেন না।
জাপানি কোম্পানিগুলো জানিয়েছে, এসব বিধিনিষেধের কারণে তারা বিদেশি কর্মী নিয়োগ দিতে ইতস্তত বোধ করছে। কোম্পানিগুলোর এই অবস্থানের কারণে সরকার এখন এসব বিধিনিষেধ শিথিলের কথা ভাবছে।
সরকারের এই পরিকল্পনা কার্যকর হলে বিভিন্ন খাতে কর্মরত বিদেশিরা (যাদের বেশিরভাগই চীন ও ভিয়েতনামের নাগরিক) ভিসার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সুযোগ পাবেন এবং তাদের পরিবারের সদস্যরাও জাপানে থাকতে পারবে।
শীর্ষ সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, বিধিনিষেধের এই শিথিলতা বিদেশি শ্রমিকদের স্বয়ংক্রিয়ভাবে জাপানের স্থায়ী বাসিন্দা করছে না। স্থায়ী বাসিন্দা হতে হলে তাদেরকে পৃথক আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।