বাজতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। পাঁচ দিন পরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দশম আসরের পর্দা ওঠবে।
বিপিএলের এবারের আসরে আম্পায়ারিংয়ে থাকছেন কারা? টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে তিন বিদেশির সঙ্গে ৯ দেশি আম্পায়ারের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ছয় জন। ম্যাচ রেফারিদের মধ্যে সবাই দেশি। আর আম্পায়ার কোচ হিসেবে থাকবেন এনামুল হক মণি।
তিন বিদেশি আম্পায়ার হলেন ইংল্যান্ডের ডেবিড মিলন্স, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ওয়েস্ট ইন্ডিজের ডেইটন বাটলার।
দেশি আম্পায়াররা হলেন সরফুদ্দৌলা সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, মাহফুজুর রহমান লিটু, মোর্শেদ আলী খান, আলী আরমান রাজন, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান টিংকু।
গত আসরে কোনো ম্যাচেই দায়িত্ব পাননি সৈকত। এবার পেলেও শুরুতে থাকবেন না, বিদেশে টেস্ট সিরিজের দায়িত্বে থাকায়। এ ছাড়া, যুব বিশ্বকাপের কারণে শুরুতে পাওয়া যাবে না মুকুল-সোহেলকেও।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম রকিবুল হাসান, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম মাহমুদ, শওকতুর রহমান চিনু ও এহসানুল হক সেজান।
দেশি-বিদেশি আম্পায়ারদের মধ্যে ম্যাচ ফির বৈষম্য থাকায় বিপিএলের গত আসরে জটিলতা তৈরি হয়। ধীরে ধীরে দেশি-বিদেশি আম্পায়ারদের মধ্যে ম্যাচ ফির ব্যবধান কমানো হচ্ছে। বিদেশি আম্পায়ার ম্যাচ প্রতি পান ৫০০ ডলার ও দেশি আম্পায়াররা পান ২৫ হাজার টাকা। দেশিদের বাড়িয়ে এবার ৩০-৩২ হাজার করার কথা রয়েছে।