ভারতে বিবিসির অফিসে তল্লাশি চালিয়েছে আয়কর কর্মকর্তারা। মঙ্গলবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।
২০০২ সালে গুজরাট দাঙ্গাায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে কয়েক সপ্তাহ আগে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। ক্ষমতাসীন দল বিজেপি ভারতে তথ্যচিত্রটির প্রচার বন্ধ করে দিয়েছিল ওই সময়।
মঙ্গলবার নয়া দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে হানা দেয় আয়কর কর্মকর্তারা। বিবিসি জানিয়েছে, তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছেন।
এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, ‘আমরা আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
বিরোধী দল কংগ্রেসের সভাপতি কেসি ভেনুগোপাল বলেছেন, এই তল্লাশি ‘হতাশার উদ্রেক করে এবং মোদি সরকার সমালোচনায় যে ভীত সেটাই দেখাচ্ছে।’
তিনি টুইটারে বলেছেন, ‘আমরা এই ভয় দেখানোর কৌশলের কঠোরতম ভাষায় নিন্দা জানাই। এই অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাব আর চলতে পারে না।’