রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনাল থেকে আরো একটি বোমা পাওয়া গেছে।
খবর পেয়ে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরের থার্ড টার্মিনালে সকাল সাড়ে ৮টার দিকে মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় সেখানে বোমা পাওয়া যায়। পরে বিমান বাহিনী এবং পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করা হয়।
বিমানবন্দর সংশ্লিষ্টরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে ৯ ডিসেম্বর একই এলাকায় একই ধরনের আরো একটি বোমা উদ্ধার করে বিমানবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। পরে তা ঢাকার বাইরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ ধরনের বোম আরো থাকতে পারে এই ধারণায় পুরো এলাকা সুইপিং করার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে সোমবার অপর আরেকটি বোমা পাওয়া গেল।