সাফ জয়ী লাল-সবুজের মেয়েদের বরণ করতে বিমানবন্দর যাবেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বাফুফে ভবনে মেয়েদের বরণ করে নেবেন।
মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে সাবিনা-মারিয়াদের বহণকারী বিমান ঢাকায় পৌঁছাবে। সেখানে তাদের গ্রহণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া থাকবে বাফুফের একটি প্রতিনিধি দল।
বিমানবন্দরে না যাওয়ার ব্যাখায় সালাউদ্দিন জানিয়েছেন, মেয়েরাই যাতে লাইমলাইটে থাকে এ জন্য তিনি যাচ্ছেন না।
‘আমি বিমানবন্দরে যাব না। কারণ, গেলে আপনারা আমাকেই প্রশ্ন করবেন। এটা মেয়েদের টিম, ওরাই খেলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি চাই লাইমলাইট যেন ওদের ওপর থাকে। অনেকে যাবেন। সচিব যাবেন। আমি চাই, আপনারা এটাকে প্লেয়ারস কাপ করে তুলুন। আমার না যাওয়া নিয়ে আপনারা ভুল বুঝবেন না’-সাংবাদিকদের এভাবেই বলেছেন বাফুফে সভাপতি।
সাবিনারা বিমানবন্দরে নামলে সেখানে একটি সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনের পর ছাদখোলা বাসে করে ঢাকা ঘুরে আসবেন বাফুফে ভবনে। সেখানে উপস্থিত থাকবেন সভাপতি সালাউদ্দিন।
কোন পথে আসবে ছাদ খোলা বাস? সেটিও জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানান, বিমানবন্দর থেকে কাকলী বনানী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর অফিস-বিজয় স্মরণী হয়ে হাতের বাঁয়ে ঢুকবে। এরপর তেজগাঁও হয়ে ফ্লাইওভার দিয়ে মৌচাক-কাকরাইল। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে আসবে ছাদ খোলা বাস।
মেয়েদের বরণের জন্য সাজসাজ রব বাফুফে ভবনে। ইতিমধ্যে তৈরি হয়েছে প্যান্ডেল।
উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এর আগে একবার ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ। এবার আর তা হয়নি। টুর্নামেন্টের শুরু থেকে কর্তৃত্ব দেখিয়ে জয় ছিনিয়ে আনে মেয়েরা।