মা-মেয়েকে নিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী মাহি ভিজ। মঙ্গলবার (২৩ আগস্ট) গোয়া থেকে মুম্বাই ফেরার পথে তাদের বহনকারী বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভয়ংকর এই অভিজ্ঞতার কথা জানান হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মা ও ছোট্ট মেয়েকে নিয়ে গোয়া থেকে মুম্বাই ফিরছিলেন ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী মাহি ভিজ। কিন্তু মুম্বাইগামী ইন্ডিগোর বিমানে আকস্মিকভাবে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এরপরই বিমানের ইঞ্জিনের কাছে আগুন ধরে যায়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সহায়তায় বিমানের সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
মেয়ে তারার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন মাহি। সেদিনের ঘটনার বর্ণনা করে এ অভিনেত্রী বলেন—‘জীবন অনিশ্চিত! বিমান ল্যান্ড করার কয়েক সেকেন্ড আগে ইঞ্জিনের কাছে আগুন ধরে যায়; সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। প্রথমবার আমি শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে থমকে ছিলাম। আমার মা তারার হাত শক্ত করে ধরেছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন।’
বিমান চালক, কেবিন ক্রু ও ফ্লাইট অপারেটরদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে মাহি বলেন—‘সত্যি প্রার্থনা কাজে দেয়। তারা সত্যিই সৌভাগ্যবান। ওর জন্য সবাই প্রার্থনা করবেন।’