আফগান এক নারী উদ্ধারকারী বিমানেই সন্তান জন্ম দিলেন। একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানের মধ্যে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
রোববার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইট বার্তায় এমন তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে ওই নারী তার পরিবার নিয়ে বিমানে ওঠেন। তাদের যাওয়ার কথা জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে। তার প্রসব বেদনা শুরু হলে বিমানের কমান্ডার বিমানটির উচ্চতা কমিয়ে আনেন। কারণ এর ভেতরে যাতে বাতাসের চাপ বৃদ্ধি পায় এবং ওই মায়ের জীবন রক্ষা হয়। বিমান অবতরণের পর যুক্তরাষ্ট্রের সামরিক চিকিৎসকরা তাকে সন্তান প্রসবে সহায়তা করেন। এখন মা ও নবজাতক সুস্থ আছে।
উল্লেখ্য, আফগানিস্তান এখন তালেবানের দখলে। কাবুল দখলে নেওয়ার পর থেকে দেশ ছেড়ে পালাতে প্রতিদিন হাজার হাজার আফগান বিমানবন্দরের বাইরে ভিড় করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ মিত্রশক্তিগুলো তাদের নাগরিক এবং আফগান সহকর্মীদের সরিয়ে নিতে সহায়তা করছে। গত সপ্তাহে ১৭ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে।