আফগানিস্তানের হেরাতে বিমান হামলায় অন্তত ১০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
রোববার (১ আগস্ট) দেশটির সরকারি বাহিনী এমন দাবি করেছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেরাতে তালেবানের অবস্থান লক্ষ্য করে আফগান ও মার্কিন বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ১০০ তালেবান নিহত হয়েছে।
তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
সম্প্রতি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোর দখল নিতে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে তালেবান। দেশের মফস্বল এলাকাগুলো দখলের পর হেরাত, লস্কর গাহ ও কান্দাহারে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। কান্দাহার বিমানবন্দরে রকেট হামলার পর সবধরনের ফ্লাইট বাতিল করেছে আফগান সরকার।