সম্পর্ক ডেস্ক :-দুই বাংলায় সুপরিচিত নাট্যনির্দেশক ও অভিনয়শিল্পী ঊষা গাঙ্গুলি বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর।স্থানীয় চিকিৎসকের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়েই ঊষা গাঙ্গুলির মৃত্যু হয়েছে।১৯৪৫ সালে রাজস্থানে জন্ম হয় ঊষা গাঙ্গুলির।
পশ্চিমবঙ্গে হিন্দি নাটক করে যাঁরা সাফল্যের শিখরে উঠেছেন তেমন দু’জনের মধ্যে একজন হলেন ঊষা গাঙ্গুলি।পরিচালক-অভিনেত্রী এবং সক্রিয় সমাজকর্মী হিসেবে ঊষা গাঙ্গুলি পরিচিত ছিলেন। সত্তর ও আশির দশকে কলকাতা শহরে হিন্দি থিয়েটারের রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।১৯৭৬ সালে রঙ্গকর্মী হিসেবে একটি থিয়েটার দল তৈরি করেন উষা গঙ্গুলি। কলকাতায় হিন্দি নাটকের ক্ষেত্রে নতুন এক ধারা তৈরি করেছিলেন।
১৯১১ সালে তাঁর পরিচালিত বাংলা নাটক ‘মানসী’। ২০০৩ সালে কাশীনাথ সিং–এর গল্প ‘কানে কৌন কুমতি লাগি’ অবলম্বনে ‘কাশিনমামা’ নাটক লেখেন ঊষা। ২০০৪ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘রেইনকোট’ ছবির চিত্রনাট্য লিখতেও প্রয়াত পরিচালককে সহায়তা করেছিলেন তিনি।
ঊষা গাঙ্গুলির মৃত্যুতে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবাংলার নাট্য ও সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার অনেক নাট্যব্যক্তিত্ব তাঁকে স্মরণ করেছেন, শোক প্রকাশ করেছেন।