এশিয়া কাপের ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে প্রথম পর্বেই বিদায় নিয়েছে। অথচ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশের পারফরম্যান্স আরও হতশ্রী।
প্রতিযোগিতার প্রথম আসরের প্রথম ম্যাচের পর বাংলাদেশ মূলপর্বে কোনো ম্যাচ জেতেনি। তাই নিজেদের নিয়ে খুব আশায় থাকার কথা না বাংলাদেশের। কিন্তু টিম ডিরেক্টর খালেদ মাহমুদ অনেক বড় স্বপ্ন দেখালেন। জানালেন, বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে।
মঙ্গলবার মিরপুরে এসেছিলেন খালেদ মাহমুদ। ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখা শেষে গণমাধ্যমে নিজের স্বপ্নের কথা বলেছে, ‘আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি খুব আত্মবিশ্বাসী ছেলে সবসময়। ইতিবাচক থাকার চেষ্টা করি। আমি জিততে চাই। আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি।’
শেষ ১২ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া বাংলাদেশের বিশ্বকাপ জয়ের চিন্তা করা বাড়াবাড়ি হলেও খালেদ মাহমুদ সেই বিশ্বাস ছড়িয়ে দিতে চান গোটা দলে। তার মতে, বিশ্বকাপ জয়ের যে মানসিকতা দরকার তা বাংলাদেশ ক্রিকেটারদের রয়েছে। শুধুমাত্র দলের ক্রিকেটারদের সেই সাহস থাকলেই চলবে, ‘আমাদের মানসিকতা যদি বদলায় আমি খুব খুশি হবো। রোহিত শর্মা যে শট খেলে, বাংলাদেশের একটা ছেলে সেই শট পারে না এটা আমি বিশ্বাস করি না। যেটা বিরাট কোহলি পারে, আফিফ পারবে না এটা আমি বিশ্বাস করি না। আমাদের আফিফ হয়তো ওর চেয়ে ভালো পারে। আমাদের ওই সাহসটা ওকে দিতে হবে। আমি চাই ওরা স্বাধীনভাবে চলুক। আস্তে আস্তে ছোট পরিবর্তনগুলো হচ্ছে ছেলেদের মানসিকতায়। এটা লম্বা প্রক্রিয়া। আমাদের প্রক্রিয়া যদি ঠিক থাকে, আমরা যদি ধৈর্য্য ধরতে পারি, আমি মনে করি এই ফরম্যাটেও বাংলাদেশ শক্তিশালী দল হতে পারে।’