চলমান ভূ-রাজনৈতিক সঙ্কটের অবসানের জন্য কম প্রচলিত ধারণা-‘কুকুরকে বিশ্ব চালাতে দিন’ বাস্তবায়নের কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বুধবার ভিডিও লিঙ্কের মাধ্যমে রয়টার্সের সাথে কথা বলতে গিয়ে পরামর্শ দিয়েছেন, বিশ্বমঞ্চে চলার ক্ষেত্রে মানুষের সেরা বন্ধু কুকুর আরও ভাল বাছাই হতে পারে।
কী তাকায় হাসায় সে সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কখনও কখনও আমি… এই সব যুদ্ধ বা সব সঙ্কট, মধ্যপ্রাচ্যের সঙ্কটের দিকে দেখছি। এটা শুধু ইউক্রেন নয়, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সর্বত্র। কখনও কখনও আমি এটি দেখে ভাবি, সেরা উপায় (হলো) যদি এই গ্রহটি কুকুরের গ্রহ হয়।’
ইউক্রেনে সঙ্গে রাশিয়ার যুদ্ধ এখন তার ২১তম মাসে গড়িয়েছে। যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিয়েছে। এর প্রভাব পড়েছে আফ্রিকা ও এশিয়া। রাশিয়ার কৃষ্ণ সাগরের রাশিয়ার অবরোধের কারণে এই দুই মহাদেশে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।
জেলেনস্কি জানান,যখন তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটান তখন তার কুকুরগুলো অনেক স্বস্তি দেয় এবং সময়টা আনন্দের হয়।