মানসম্পন্ন শিক্ষা-প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ-প্রক্রিয়া গ্রহণ, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে হবে। আর এজন্য উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
বুধবার (১৫ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাক্ষাতকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
উপাচার্যদের মধ্যে ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জামাল উদ্দীন আহমদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।
এর আগে, রাষ্ট্রপতি তিন উপাচার্যকে বঙ্গভবনে স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তারা রাষ্ট্রপতিকে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবহিত করেন এবং সার্বিক বিষয়ে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের কথা ধৈর্য সহকারে শুনেন ও সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থান-ভিত্তিক ও জীবনমুখী শিক্ষা পাঠ্যক্রম পরিচালনার করতে উপাচার্যদের অনুরোধ করেন। এ ছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দেন।
উপাচার্যগণ রাষ্ট্রপতির নির্দেশনা মনোযোগ সহকারে শুনেন এবং তাকে ধন্যবাদ জানান।
এসময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।