সম্পর্ক ডেস্ক :- করোনা বিপর্যস্ত করে দিয়েছে পুরো বিশ্বকে।সারাবিশ্বে ২০৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।আতংকে কাঁপছে পুরো মানবজাতি। কিছুতেই যেন পেরে উঠছেনা এই ভাইরাসের সাথে। যুক্তরাষ্টের মতো শক্তিশালী দেশ ও অসহায় হয়ে পড়েছে। বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ২৩।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৫০৫ জনের আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩০ হাজার ৩৫৭ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯২৭।দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ১৪ হাজার ৭৮৮ আর ২২ হাজার ৮৯১ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে ৯ হাজার ২৭৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে।দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭৯২ জন।
ইতালিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ এবং মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন।
জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯৬ এবং মারা গেছে ২ হাজার ৪৯ জন।
ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছে ১লাখ ১২ হাজার ৯৫০ জন এবং মারা গেছে ১০হাজার ৮৬৯ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ হাজার ২৫৪ জন।
করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৬৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৫ জনের। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩ জন এবং মারা গেছে দু’জন। সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৭০ জন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫৮৬ এবং মারা গেছে ৩ হাজার ৯৯৩ জন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৩৩ এবং মারা গেছে ৭ হাজার ৯৭ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়ে
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কানাডায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৩৮ জন। মারা গেছে ৪২৭ জন।
সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৫৪৮ জন।
বাংলাদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১৮ এবং মোট প্রানহানি হয়েছে ২০ জনের।