প্রথম ভারতীয় হিসেবে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় রেকর্ড গড়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা থেকে এমন তথ্য জানা গেছে।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরে স্থানেই রয়েছে গৌতমের নাম। ৬০ বছর বয়সী এই ভারতীয় শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণব ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
এই প্রথম কোনও এশিয়ার কোনো ব্যক্তি বিশ্বের সেরা ধনীর তালিকায় তৃতীয় স্থান দখল করলো। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানির অথবা চীনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও এর সম্পদের পরিমাণ এ পর্যন্ত পৌঁছতে পারেনি।
ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশটির সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী গত সপ্তাহেই ভারতের অন্যতম জনপ্রিয় এনডিটিভি নেটওয়ার্কের ২৯ শতাংশ অংশীদারিত্ব অর্জনের কথা ঘোষণা করেছিল আদানি গ্রুপ।