সম্পর্ক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে।
করোনা লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারর্সের অনুযায়ী, বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ৭৮০ জন ছাড়িয়েছে। মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৮লাখ ৪৭ হাজার ১৮ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৬ হাজার ৭১৫ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ২৪৮ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ হচ্ছে ব্রাজিল। ১০ লাখ ৮৬ হাজার ৯৯০ জন আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। মারা গেছেন ৫০ হাজার ৬৫৯ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯২ হাজার ২৮০ জন। ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩৩১ জন। সেখানে মৃতের সংখ্যা ৪২ হাজার ৬৩২ জন।
স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৩৫২ জন। মারা গেছেন ২৮ হাজার ৩২৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৯৩৬ জন, মৃত ৮ হাজার ৪৫ জন। চিলিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৫৫ জন, মৃত ৪ হাজার ৪৭৯ জন। ইতালিতে ২ লাখ ৩৮ হাজার ৪৯৯ ও ইরানে ২ লাখ ৪ হাজার ৯৫২ জন আক্রান্ত হয়েছে।
এ ছাড়া লাখের বেশি আক্রান্ত হয়েছে জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স, সৌদি আরব, বাংলাদেশ ও কানাডায়।