বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে করোনার লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের দেওয়া তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে।
ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৭ লাখের বেশি মানুষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত, এর মধ্যে ১১ লাখ ১৮ হাজার ৩২১ জন মারা গেছেন।
করোনার সংক্রমণ থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখের বেশি মানুষ। এছাড়া আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থ রয়েছেন অন্তত ৭২ হাজার।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের লোকজন। দেশটিতে ৮৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৭৩০ জন।
ভাইরাসের সংক্রমণে শনাক্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৪৮ হাজারের বেশি। মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৬৪২ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে কোভিড-১৯ রোগে শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, করোনা সংক্রমণ শনাক্তে বাংলাদেশের অবস্থান ১৭তম।