বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।
বৃহস্পতিবার করোনা সংক্রমণ নিয়ে লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১০ কোটি ২ লাখ ৮৯ হাজার ৫৬৭ জন।
একই সময় করোনায় মোট মৃতের সংখ্যা ২১ লাখ ৪৯ হাজার ৬৪০ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ কোটি ২৩ লাখ ২৬ হাজার ১৯৫ জন।
আক্রান্তের তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন পর্যন্ত ২ কোটি ৫৮ লাখ ৬১ হাজার ৫৯৭ জন। করোনায় মারা গেছে ৪ লাখ ৩১ হাজার ৩৯২ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৭১০ জন। আর মারা গেছে ১ লাখ ৫৩ হাজার ৬২৪ জন।
তালিকায় ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ৭১২ জন। করোনার সঙ্গে লড়ে সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৯ হাজার ৬০২ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।