মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বজুড়ে আরো ৬ হাজার মানুষ মারা গেছেন। করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষের।
করোনার লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, মঙ্গলবার (২৯ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৪৫ হাজার ৩১৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৯২ হাজার ৪৮৫ জনের।
গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৫ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৯ হাজার ১৭৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৮৮২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৯ হাজার ৫৯৫ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৮৪৯ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ২০২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৩২৯ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার জন। মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ২০৮ জন।