গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরো ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সেই সঙ্গে একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।
করোনার লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (৩১ মে) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৫৬ হাজার ৬৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। এর আগের দিন মারা যান ১০ হাজার ৮৩০ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮০৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৯০ হাজার ১৫৫ জনের।
সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৭৬৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৫৪৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৮৮৪ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৭৪৪ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ১২৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৫২৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।