গোটা বিশ্বে আবারো বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়িয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) করোনার লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। পরের বছরের শুরু থেকে এটি ছড়িয়ে পড়তে শুরু করে সারা বিশ্বে। ২০২০ সালের জুন-জুলাই থেকে সংক্রমণ কমে আসতে শুরু করে। তবে ওই বছরের শেষ দিক থেকে আবারো বাড়তে শুরু করে সংক্রমণ। যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া ভাইরাসটির নতুন রূপ এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বে ২৭ লাখ ৭ হাজার ৩০৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৫২ হাজারের বেশি মানুষ।
তালিকায় দ্বিতীয় অবস্থানেই আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজারের বেশি। আর মারা গেছে ২ লাখ ৮৭ হাজার ৭৯৫ জন।
শুক্রবার রয়টার্স জানিয়েছে, মহাদেশভিত্তিক হিসেবে বিশ্বে প্রথম করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে ইউরোপ। এই অঞ্চলে ১০ লাখ ৬২ জন করোনায় মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন তিন কোটি ৭২ লাখের বেশি মানুষ।
এশিয়ায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ভারতে। সম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ১৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫৯৪ জন।