সর্ম্পক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে বিশ্বের ৪০ লাখ ২৭ হাজার ৯৬০ জন মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন। এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৯৩ হাজার ৮৭০ জন।
চিকিৎসা বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১৩ লাখ ২২ হাজার ১৬৩ জন। মারা গেছে সর্বোচ্চ ৭৮ হাজার ৬১৬ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৬০ হাজার ১১৭ জন আক্রান্ত হয়েছে স্পেনে। মারা গেছে ২৬ হাজার ২৯৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন। প্রাণ হারিয়েছে ৩০ হাজার ২০১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৩৬৪ জন। মারা গেছে ৩১ হাজার ২৪১ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৭৬ জন। ফ্রান্সে ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন। জার্মানিতে ১ লাখ ৭০ হাজার ৫৮৮ জন। ব্রাজিলে ১ লাখ ৪৬ হাজার ৮৯৪ জন। তুরস্কে ১ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। ইরানে ১ লাখ ৪ হাজার ৬৯১ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখনো চিকিৎসাধীন রয়েছে ২৩ লাখ ৫৭ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে প্রায় ৫০ হাজার।