বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে আবার বাড়তে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত সারা বিশ্বে ২ কোটি ৫ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
করোনার লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার হারই বেশি। ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৩০৪ জন আক্রান্তের মধ্যে ১ কোটি ৫ লাখের বেশি মানুষ করোনা জয় করেছে। এখন পর্যন্ত এই সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮৭ হাজার ৭৭০ জন।
করোনায় প্রাণহানি হয়েছে ৯ লাখ ১৯ হাজার ৭৯৭ জনের। করোনায় আক্রান্তের ৯৯ শতাংশের হালকা উপসর্গ এবং ১ শতাংশ রোগী সংকটাপন্ন।
সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ৩৯ লাখ ১৭ হাজার ৯৬২ জন। এরপর ৩৬ লাখ ২৪ হাজার ১৯৬ জন নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তাদের পরে আছে ব্রাজিল, সুস্থ ৩৫ লাখ ৩০ হাজার ৬৫৫ জন। ৬ লাখ ৬৮ হাজার ১০৭ জন সুস্থ হয়ে রাশিয়া আছে চার নম্বরে।