মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। তবে ইতিবাচক খবর হচ্ছে, করোনায় আক্রান্তদের মধ্যে ৩ কোটি ২৭ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৯৮৮ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ১৬৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪৬৪ জন চিকিৎসাধীন এবং ৮১ হাজার ১৭৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে বিধিনিষেধ আরোপ করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া মহামারি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।