সম্পর্ক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটাকমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত সারা বিশ্বে ৫০ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
করোনার লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার হারই বেশি। ৯৩ লাখ ৮০ হাজার ৭৫০ জন আক্রান্তের মধ্যে ৫০ লাখের বেশি মানুষ করোনা জয় করেছে। এখন সংখ্যা ৫০ লাখ ৬৮ হাজার ৪৫৩ জন।
করোনায় প্রাণহানি হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৪০১ জনের। আক্রান্তের ৯৮ শতাংশের হালকা উপসর্গ এবং ২ শতাংশ রোগী সংকটাপন্ন।
259,143
সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ২০ হাজার ৪১২ জন। এরপর ৬ লাখ ১৩ হাজার ৩৪৫ জন নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিল। তাদের পরে আছে রাশিয়া, সুস্থ ৩ লাখ ৬৮ হাজার ৮২২ জন। ২ লাখ ৫৯ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে ভারত আছে চার নম্বরে।