বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে।
করোনার লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্সের তথ্য অনুযায়ী, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ২৬ হাজার ১৬১ জন। তার মধ্যে ৫১ লাখ ৯৯ হাজারের বেশি আক্রান্ত নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। তালিকায় তার পরেই আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজারের বেশি।
২২ লাখ ১৫ হাজারের বেশি করোনায় আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে ভারত। আর চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় করোনা রোগী ৮ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। সাড়ে ৫ লাথ আক্রান্ত নিয়ে পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা।
মৃত্যুতেও যুক্তরাষ্ট্র সবার ওপরে। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন। বিশ্বে মোট মৃত্যু ৭ লাখ ৩৪ হাজার ২০ জন। প্রাণঘাতী এ ভাইরাস ব্রাজিলে ১ লাখের বেশি জীবন কেড়ে নিয়েছে।
ওয়ার্ল্ডওমিটার্সের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৬২৫ জন মানুষ। সবচেয়ে বেশি সুস্থ মানুষের সংখ্যা আমেরিকায়, ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন। ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন ব্রাজিলিয়ার সুস্থ হয়েছেন। ভারতে ১৫ লাখ ৩৫ হাজারের বেশি ও লাশিয়ায় সুস্থতার সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার পেরিয়ে গেছে।