করোনার প্রকোপ এখনই শেষ হচ্ছে না। মহামারি এই ভাইরাস গোটা পৃথিবীকে অচল করে রাখবে আরও অনেকদিন।কেননা বেশিরভাগ দেশ এখনও করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।
টেড্রোস বলেন, বেশিরভাগ দেশ এখনও মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে, আবার কোনো কোনো দেশে এখন সংক্রমণ কমতে শুরু করেছে।এছাড়া মহামারিটি শুরু হওয়ার প্রথমদিকে যেসব দেশ আক্রান্ত হয়েছিল সেসব দেশে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।’করোনায় মৃত্যু ১ লাখ ৮০ হাজার পেরোনোর পর এমন সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।পশ্চিম ইউরোপের কিছু দেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচইও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস সতর্ক করে বলেছেন, করোনাভাইরাস মহামারি প্রতিরোধ দীর্ঘতর হবে এবং এতে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই।তিনি বলেন, “কোনো ভুল করবেন না। আমাদের অনেক দীর্ঘপথ পাড়ি দিতে হবে।এই ভাইরাস দীর্ঘকাল আমাদের সাথে থাকবে।”
মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাস ২৬ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১ লাখ ৮৪ হাজারের বেশি।এদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৬৮৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৯ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। কিন্তু অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে দেশগুলো লকডাউন শিথিল করাসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে।