রাশিয়ার উরাল পর্বতমালার পূর্বে ইয়েকাতেরিনবার্গ শহরে বিষাক্ত মদ পানে ১৮ জন মারা গেছেন।
শনিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি।
রোববার (১৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিরা মিথেনলযুক্ত মদ পান করেছিলেন। যেই অ্যালকোহলটি মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে।
রুশ ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিষাক্ত এই মদ পানের কারণে ১৮ জন মারা গেছেন।
এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়। তদন্ত করে দেখা যায়, গত ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের এসব মানুষ ওই মদ কিনে এনেছিলেন। বিষাক্ত মদ বিক্রেতাদের দুজনকেও আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।