ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় দায়িত্ব পেলেন দেশের সাবেক অলরাউন্ডার রজার বিনি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ৩৬তম প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তিনি। শেষ হলো ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অধ্যায়।
সবশেষ বিনি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। মুম্বাইয়ে বিসিসিআইর বার্ষিক সাধারণ সভা শেষে তাকে সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখেন বিনি। এই মিডিয়াম পেসার ওই আসরে আট ম্যাচ খেলে নেন ১৮ উইকেট।
অতীতে সিনিয়র নির্বাচন কমিটির সদস্য ছিলেন বিনি, যখন চেয়ারম্যান ছিলেন সন্দীপ প্যাটেল। ভারতীয় দলে তার ছেলে স্টুয়ার্ট বিনির নির্বাচন নিয়ে আলোচনা উঠলে নিজেকে সরিয়ে নেন তিনি।
ধারণা করা হচ্ছে, ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হতে চলেছেন।