সম্পর্ক ডেস্ক: শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘ইরানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে।’
দেশটিতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখা ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে।
করোনার সংক্রমণ কমে আসায় এপ্রিলের মাঝামাঝি থেকে ইরান লকডাউন শিথিল শুরু করে। তবে সম্প্রতি দেশটিতে নতুন করে আক্রান্তের হার বাড়তে শুরু করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভাষণে রুহানি বলেছেন,‘একটি স্থানে আমরা এই মহামারির সময় আক্রান্ত সর্বোচ্চ দেখেছি, যার সূত্রপাত বিয়ের একটি অনুষ্ঠান থেকে। এটি জনগণ, স্বাস্থ্যকর্মীর জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অর্থনৈতিক ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি করছে।’ তবে এ বিয়ের অনুষ্ঠানটি কোথায় হয়েছে তা জানাননি তিনি।