দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর এই নব দম্পতি ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও ও ছবি প্রকাশ করেন।
বিয়ের মঞ্চে সিদ্ধার্থ-কিয়ারার রোমান্টিক মুহূর্ত মন কেড়েছে নেটিজেনদের। কিছু স্থিরচিত্রের মধ্যে একটিতে পরস্পরকে নমস্কার করছেন তারা। প্রকাশিত ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা আলাদাভাবে নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেরই প্রশ্ন বিয়ের মঞ্চে বর-কনে কেন পরস্পরকে নমস্কার করলেন? সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও তৈরির দায়িত্ব পালন করেছেন বিশাল পাঞ্জাবি। তিনি এ প্রশ্নের উত্তর জানিয়েছেন।
পিংকভিলার সঙ্গে আলাপকালে বিশাল পাঞ্জাবি বলেন— ‘এই মুহূর্তটি কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের সম্পর্কের সারমর্মকে বুঝিয়েছে। তারা দুজনেই খুব কৃতজ্ঞ মানুষ। আমি নিশ্চিত করতে চেয়েছি, বিয়ের ভিডিওতে যেন তারই প্রতিফন ঘটে। পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও প্রতিশ্রুতির প্রতীক হলো এই নমস্কার।’
‘কিয়ারা-সিদ্ধার্থ যে পরস্পরকে ভালোবাসেন তার বাহ্যিক রূপ দেওয়ার জন্য এই মুহূর্তটি খুব সচেতনভাবে তৈরি করা হয়েছে। এটি এমন একটি মুহূর্ত যা আপনার হৃদয় সুখে ভরিয়ে দেবে। এভাবেই বিয়ের ভিডিওর সমাপ্তি ঘটা উচিত। এটি দারুণ!’ বলেন বিশাল পাঞ্জাবি।
গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। অল্প সংখ্যক অতিথি ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিয়ের পর কিয়ারা সিদ্ধার্থের হাত ধরে দিল্লিতে শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে ধুমধাম করে নববধূকে স্বাগত জানানো হয়।