সর্ম্পক ডেস্ক: মহামারি করোনাভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। লকডাউনে আর অপেক্ষা করতে পারলেন না পাত্র। এখনই করতে হবে বিয়ে!
আর তাই সব উপেক্ষা করে সাইকেল চালিয়ে একশ কিলোমিটার পথ পাড়ি দিল ভারতের উত্তর প্রদেশের এক যুবক।
বিয়ে করে স্ত্রীকে নিয়ে ফিরলেনও সাইকেল চালিয়েই। সেই যুবক হলেন ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা কালকু প্রজাপতি।
করোনাভাইরাসের সংক্রমণের অনেক আগেই পছন্দের পাত্রী রিঙ্কির সঙ্গে বিয়ের তারিখ ঠিক করা ছিল। কিন্তু দেশে মহামারি ভাইরাসের দাপট বেড়ে যাওয়ায় বাতিল হয়ে যায় কালকু ও রিঙ্কির সাধের বিয়ের অনুষ্ঠান।
কালকু প্রজাপতি বলেন, আমরা বিয়ে করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পাচ্ছিলাম না। শেষমেশ কোনো উপায় না পেয়ে বাইসাইকেল চালিয়েই সেখানে পৌঁছে যাই।
তাই আর অপেক্ষা না করে যেমন ভাবা তেমন কাজ। সাইকেল নিয়ে একাই বিয়ে করতে বেরিয়ে পড়লেন ২৩ বছরের এই যুবক। প্রায় একশো কিলোমিটার সাইকেল চালিয়ে মোহাবা জেলার পুনিয়া গ্রামে রিঙ্কির বাড়ি যায় কালকু।
এদিকে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হওয়ায় উভয় পরিবারের সদস্যরাও ভীষণ আনন্দিত কারণ কেউই জানেননা কবে এই লকডাউন প্রত্যাহার হবে।