বিয়ে করলেন ‘আমার বন্ধু রাশেদ’
মোরশেদুল ইসলাম নির্মিত আলোচিত সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমা। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন জাওয়াত আফনান। সিনেমাটি মুক্তির পর নিজের নাম ছাপিয়ে ‘রাশেদ’ নামেই পরিচিতি লাভ করেন তিনি।
সেই ‘রাশেদ’ এখন আর কিশোর নেই। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর প্রিয় মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রীর নাম ফারিয়ান নুসরাত মুমু। গত ২৩ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
এ বিষয়ে জাওয়াত আফনান বলেন, ‘আমাদের প্রেমের বয়স ১০ বছর। ২০১৩ সালে কলেজে পড়াকালীন মুমুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই সফল পরিণতি আমাদের বিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয়ের পর বেশ কটি পুরস্কারও লাভ করেন জাওয়াত আফনান। এরপর নাম লেখান বিজ্ঞাপন-টেলিফিল্মে। ২০১২ সালে প্রথম ‘কিক অফ’ শিরোনামে টেলিফিল্ম অভিনয় করেন। এটি নির্মাণ করেন রেদওয়ান রনি। ২০১৪ সালে সর্বশেষ ‘ইউ টার্ন’-এ অভিনয় করেন। তারপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে।
পড়াশোনা শেষ করে বর্তমানে একটি প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাওয়াত আফনান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার একটি প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যচিত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যচিত্র, বিজ্ঞাপন, অডিও ভিজ্যুয়াল নিয়ে কাজ করি।’