রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (৬৫) বিয়ে করেছেন। পাত্রী শাম্মী আকতার মনি (৪২)। শাম্মী আকতারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন।
গেল শনিবার (৫ জুন) বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।
শুক্রবার (১১ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, বিরামপুরের শাম্মী আক্তার মনিকে গত শনিবার সন্ধ্যায় তার অবিভাবকদের সম্মতিক্রমে বিয়ে করেছি। মনি এখন ঢাকায় আমার বাসায় আছেন। ভালো আছি আমরা।
এ বিষয়ে শাম্মী আকতার মনি বড় ভাই জাহিদুল ইসলাম মিলন বলেন, গত শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রেলমন্ত্রীর সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে।
স্থায়ী সূত্রে জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরির সুবাদে প্রায় ৩০ বছর আগে শাম্মী আকতার মনির বাবা আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর বিরামপুরেই থেকে যান। এরপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি করে স্থায়ী হন।
শাম্মী আক্তার মনি ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে প্র্যাকটিস করছে।