বীর মুক্তিযোদ্ধা ও গণপরিষদের সাবেক সদস্য আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী মারা গেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ আওয়ামী লীগ এই নেতা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক জেলা প্রশাসক এমদাদুল বারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে বিজলা ক্যাম্পের সভাপতি। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রবীণ এ আওয়ামী লীগ নেতার প্রয়াণের খবরে সমগ্র জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এমদাদুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।