ইনজুরির কারণে ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যান জাসপ্রিত বুমরাহ। তবে তার বদলি হিসেবে কোন পেসারকে দলে নেওয়া হবে সেটা জানানো হয়নি। অবশেষে শুক্রবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয় বুমরাহর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি।
তিনি অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি প্রায় এক বছর ধরে। সবশেষ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। যেখানে পাঁচ ম্যাচ খেলে ৮.৮৪ গড়ে পাঁচ উইকেট নিয়েছিলেন।
এরপর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। হয়েছিলেন গেল আসরের সর্বোচ্চ উইকেট শিকারি (২০ উইকেট)। তার পারফরম্যান্সে ভর করে গুজরাট প্রথমবার অংশ নিয়েই জিতেছিল শিরোপা।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন শামি। দ্রুতই ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। খেলতে পারেন ভারতের আনুষ্ঠানিতক দুই প্রস্তুতি ম্যাচও। ১৭ তারিখ অস্ট্রেলিয়া ও ১৯ তারিখ নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত-কোহলিরা।
শামি যুক্ত হওয়ায় বিশ্বকাপে ভারতের পেস বোলিং আক্রমণে নেতৃত্বে দিবেন ভুবনেশ্বর কুমার, অর্শ্বদীপ সিং, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।
শামি অবশ্য গেল তিন মাস ধরে ভারতের হয়ে কোনো ফরম্যাটের ক্রিকেটই খেলেননি। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াডে ছিলেন। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় তাকে সরিয়ে নেওয়া হয়েছিল স্কোয়াড থেকে। করোনা থেকে সেরে উঠে তিনি বিসিসিআই-এর কার্ডিওভাস্কুলার টেস্টে উত্তীর্ণ হন।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজকে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়েছে। তারা দ্রুতই অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও অর্শ্বদীপ সিং।