বুরকিনা ফাসোর একটি গ্রামে রাতভর সন্ত্রাসী হামলায় প্রায় ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
শনিবার (৫ মে) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার রাতে নাইজার সীমান্তবর্তী ইয়াগহা প্রদেশের সোলহান গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালানো হয়। গ্রামবাসীদের বাড়িঘর ও বাজার জ্বালিয়ে দেওয়া হয়েছে।
সরকার হামলাকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।
পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের এই দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রায়ই হামলা চালিয়ে থাকে।