মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে বুলগেরিয়া। উপহারের এই সব টিকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বুলগেরিয়া সরকার বাংলাদেশের জন্য ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। টিকার চালানটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি গ্রহণ করেছেন।