ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। নিশো ভক্তরা অপেক্ষায় ছিলেন প্রিয় অভিনেতাকে কবে দেখবেন রুপালি পর্দায়। এবার ‘সুড়ঙ্গ’ নামের সিনেমার মাধ্যমে তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হলো।
আগামী ৫ মার্চ তমা মির্জাকে নিয়ে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।
রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটির মহরত গতকাল ২৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠিত হয়েছে। এ সময় নিশো বলেন, সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করবো। ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় প্রথম কাজ করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মজার ছলেই তিনি আরও বলেন, বুড়ো বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই।
আগামী ৫ মার্চ থেকে সিলেটে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করা হবে। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান এর নির্মাতা।