বাসরে শুয়ে জেগে
আছো বেহুলা
পাহারা দাও লখিন্দরের
দেহ
তোমার বুকেতে বেয়ে
ওঠে ঐ
শঙ্খ নাগিনী তাকিয়ে দেখ !
কীসের লোভেতে এসেছে নাগ
বুঝতে তুমি আজও পারোনি ?
অপূর্ব দেহবল্লরী আর যৌবন
মনসার ক্রোধেও লুকোতে পারোনি !
দেবতার সামনে নগ্ন নৃত্য কেন দিলে তবে নজরানা ?
নারীর শরীর আসল সেথায়
দেবতা-মানবের নেই তফাৎ,
ছিল কি তোমার অজানা !