গত বছর বৈরুত বন্দরে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির এক সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় লেবাননে গুলিতে ছয় জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুজন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বৈরুতে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিক্ষোভে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর দাবি, বিচারপতি তারেক বিতার যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তা বিতর্কিত। তিনি অন্যায্যভাবে সাবেক সরকারের মন্ত্রীদের বিস্ফোরণের ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছেন।
এর আগে বিচারপতি বিতার অবহেলার অভিযোগে সাবেক সরকারের পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন। ওই পাঁচ জন বিতারের এই নির্দেশনা বাতিল চেয়ে আদালতে গেলে আদালত তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
গত বছর বৈরুত বন্দরে বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত হয়। ওই ঘটনায় আহত হয় সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। বন্দরের গুদামে কয়েক বছর ধরে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছিল।
লেবানিজ রেড ক্রস জানিয়েছে, গুলিতে অন্তত ছয় জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১২ জন। তবে কে বা কারা এই গুলিবর্ষণ করেছে তা এখনও জানা যায়নি।