বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে কে বা কারা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেওয়া হয়। খবর ইন্ডিয়া টুডের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই হুমকি পাওয়ার পর নাগপুর পুলিশ দ্রুত সতর্ক করে মুম্বাই পুলিশকে। মুম্বাই পুলিশ অজ্ঞাত ওই কলারকে শনাক্ত করার চেষ্টা করছে। এটি প্রতারণামূলক কোনো ফোন কল ছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি মুম্বাই পুলিশ।
টাইমস অব ইন্ডিয়াকে মুম্বাই পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এ খবর পেয়ে আমরা দ্রুত বম্ব স্কোয়াডকে অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়িতে পাঠাই। তল্লাশি চালিয়ে তারা কিছুই পায়নি।’
মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের পাঁচটি বাড়ি রয়েছে। এসব বাড়ির নাম হলো— জলসা, জনক, বাস্তু ও প্রতীক্ষা। মুম্বাইয়ে কেনা অমিতাভের প্রথম বাড়ির নাম প্রতীক্ষা। তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এ বাড়িতে বসবাস করতেন। বর্তমানে জলসায় বসবাস করছেন অমিতাভ। অন্যদিকে জুহুতে বসবাস করেন ধর্মেন্দ্র।