প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলের সিনেটররা। বুধবার বিবিসি এমন তথ্য জানিয়েছে।
করোনা মহামারি নিয়ন্ত্রণে বোলসোনারো সরকারের অব্যবস্থাপনার কারণে ছয় লাখ মানুষের মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে সিনেটের একটি তদন্ত প্রতিবেদনে। এই প্রতিবেদনটি এখন পাঠানো হবে দেশটির প্রধান কৌঁসুলির কাছে।
বোলসোনারোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পক্ষে সিনেটররা ভোট দিলেও শেষ পর্যন্ত তা প্রধান কৌঁসুলির অনুমোদন পাবে কিনা তাতে সংশয় রয়েছে। কারণ প্রধান কৌঁসুলি অগাস্টো আরাসকে বোলসোনারোই নিয়োগ দিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সমষ্টিগত রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের প্রত্যাশায় প্রেসিডেন্ট বোলসোনারোর সরকার করোনাভাইরাসকে দেশব্যাপী ছড়িয়ে পড়ার সুযোগ দিয়েছেন। মহামারিতে কেন্দ্রীয় সরকার যেসব ভুল করেছে তার দায় ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের।
প্রতিবেদনের প্রধান লেখক সিনেটর রেনান ক্যালহিরোজ প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার সুপারিশ করেছেন।