সম্পর্ক ডেস্ক: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪০ হাজার ১৩১ জনের করোনাভাইরাস শনাক্ত করেছে। করোনা মহামারি শুরুর পর একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ব্রাজিলে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যস্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। একদিনে প্রাণহানিতেও দ্বিতীয় সর্বোচ্চ এটি। সরকারি হিসাবে ব্রাজিলে করোনাভাইরাসে মারা মারা গেছেন ৫২ হাজার ৭৭১ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে ব্রাজিল, লাতিন আমেরিকায় তারা সবার ওপরে।
গত ১৯ জুন দেশটিতে একদিনে সর্বোচ্চ ৫৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হন এবং সর্বোচ্চ মৃত্যু ছিল ৪ জুন ১ হাজার ৪৭৩ জনের।