মহামারি করোনাভাইরাসে ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৬২ জন।
গেল ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে আরো ৭৫৮ জন। আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৩৫০ জন। আর তাতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ১৫৩ জন।
আক্রান্ত ও মৃতের দিক দিয়ে ব্রাজিল বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনার ভয়াবহতার শিকার হয়েছে লাতিন আমেরিকার দেশটি।
সম্প্রতি অবশ্য দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। ব্রাজিলের স্থানটি আস্তে আস্তে দখলে নিচ্ছে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত।