ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। শনিবার (১০ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় মৃতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে করোনায় প্রথম মৃত্যু হয় মার্চে মাসে। সেই থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সেখানে মারা গেছে ১ লাখ ৫০ হাজার ১৯৮ জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭ জন। বিশেষজ্ঞদের মতে ব্রাজিলে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো বেশি।
অবশ্য ব্রাজিলে আক্রান্ত ও মৃতের হার কমে এসেছে। গেল দুই মাসে গড়ে সেখানে প্রতিদিনি আক্রান্ত হয়েছে ১ হাজার করে। তবে বিশেষজ্ঞরা ধারনা করছেন ব্রাজিল এখনো করোনার প্রথম দফা সংক্রমণের মধ্যেই আছে।
লাতিন আমেরিকার দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা শনিবার ১ কোটি ছাড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার। মৃতের দিক দিয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে লাতিন আমেরিকার দেশগুলো।