ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধসে পড়েছে বহু বাড়িঘর। এ ঘটনায় নিখোঁজদের খুঁজে পেতে অভিযান শুরু করেছে উদ্ধারকারী বাহিনীর কর্মীরা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্স দপ্তর এক টুইট বার্তায় জানায়, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৪ জনকে।
সামাজিক যোগাযোম মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাদা-মাটির নিচে চাপা পড়েছে অসংখ্য বাড়িঘর। এছাড়া ট্রোপলিস শহরের সড়কগুলোতে ব্যাপক স্রোতে বয়ে যাচ্ছে বন্যার পানি। সেই পানিতে ভেসে চলেছে গাড়ি ও ভূমিধসের ফলে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসাবশেষ।
রিও ডি জেনেরিওর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি একটি যুদ্ধক্ষেত্র। যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসযজ্ঞ পরিস্থিতি।’ তিনি আরো বলেন, এখনো ৩৫ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে সব ধরনের তৎপরতা চালাবে উদ্ধারকারীরা।