আবারো করোনা পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
বুধবার (১৫ জুলাই) দ্বিতীয় দফায় করোনা টেস্ট করোন তিনি। প্রত্যাশা ছিলো নেগেটিভ হবেন। কারণ, তার মধ্যে তেমন কোনো জটিলতা নেই।কিন্তু আরো এক দফা পজিটিভি এসেছে তার ফল।
গেল মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তার দাপ্তরিক বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন প্রেসিডেন্ট। সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দৈনন্দিন কাজ সারছেন।
৬৫ বছর বয়স হওয়ায় করোনায় অতিরিক্ত ঝুঁকিতে আছেন বোলসোনারো।কিন্তু বুধবার পর্যন্ত তার মধ্যে কোনো প্রকার লক্ষণ কিংবা জটিলতা দেখা যায়নি। এমনকী জ্বর-কাশিও নেই।