গত একদিনে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ জন।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ২৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০ জন, নবীনগর উপজেলায় ৭ জন, কসবা উপজেলায় ৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন, আখাউড়া উপজেলায় ৬ জন, সরাইল উপজেলায় ৪ জন ও বিজয়নগর উপজেলায় ১ জন।
শনিবার (৪ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ৪১০টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এই জেলায় এখন পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫২ জন। মারা গেছেন ১৯ জন।