ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৫ জনে।
শনিবার (১১ জুলাই) রাতে সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সানজিদা জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে শনাক্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৭ জন, আখাউড়া উপজেলায় ২ জন, নবীনগর উপজেলায় ৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩ জন, বিজয়নগর উপজেলায় ১ জন ও কসবা উপজেলায় ৩ জন।
এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫২ জন। মারা গেছেন ২৪ জন।