ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, ইউক্রেনের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তার মিত্রদের জন্য কঠিন হয়ে পড়েছে। তবে ব্রিটিশরা ‘পয়সা গোনে’ আর ইউক্রেনীয়রা ‘নিহতের সংখ্যা গোনে।’
ওলেনা জেলেনস্কা রোববার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনের পক্ষে সমর্থন শক্তিশালী হলে সঙ্কট আরও কম হবে।
কিয়েভে রেকর্ড করা সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধের মানবিক ক্ষতির কথা তুলে ধরা গুরুত্বপূর্ণ।
ওলেনা জেলেনস্কার কাচে জানতে চাওয়া হয়েছিল, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কারণে এবং বৈশ্বিক গ্যাস ও তেলের দামে যুদ্ধের প্রভাব পড়ায় যে ব্রিটিশ জনগণকে ক্রমবর্ধমান জ্বালানির বিল পরিশোধ করতে হচ্ছে তাদের জন্য তিনি কী বার্তা দিতে চান।
জবাবে ফার্স্ট লেডি বলেন, ‘আমি বুঝতে পারি পরিস্থিতি খুব কঠিন। কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছি যে কোভিড-১৯ মহামারির সময়ে যখন দাম বেড়েছিল তখন ইউক্রেনেও এর প্রভাব পড়েছিল। ইউক্রেনেও দাম বাড়ছে। তাই আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার পকেটের পয়সা গণনা শুরু করেন, তখন আমরাও গুনি; তবে সেটা হতাহতের সংখ্যা।’